Agricultural

ভারী বর্ষণে মরিচ এবং করলা

ভারী বর্ষণে মরিচ এবং করলার বর্তমানে প্রধান সমস্যা ছত্রাকের আক্রমনে কান্ড, শেকড়, ফলের বোটায় পচন ধরা। এর সমাধানের জন্য কৃষক ব্যবহার করেছিলো রাসেল আইপিএমএর লাইকোম্যাক্স এবং ডায়নামিক। ফলাফল চমকপ্রদ। পাশাপাশি মাকড় এবং থ্রিপসএর আক্রমনে মরিচের পাতা কুঁকড়ে যাওয়া সমাধানে ব্যবহার করেছিলো বায়োম্যাক্স এম। এর ফলাফলেও কৃষক দারুন খুশি।

রাসেল আইপিএমএর নিরাপদ জৈব বালাইনাশক প্রাপ্তির জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ ডিলার পয়েন্টে, আমাদের ফেসবুক পেইজে অথবা যোগাযোগ করুন russellipmbd.com এই ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *