Russell IPM BD

বায়োমেক্স এম

বায়োমেক্স এম হল ন্যাচারাল ব্যাক্টেরিয়াল এক্সট্রাক্ট যা শোষক, ছিদ্রকারী এবং পাতাখেকো পোকা নিয়ন্ত্রনের জন্য কার্যকরী বায়োরেশনাল সলিউশন। বায়োমেক্স এম ব্রোড স্প্রেক্ট্রাম পেষ্ট দমনের মাধ্যমে ফসলের অপচয় রোধ করে। ইহা স্পর্শক ও পাকস্থলী বালাইনাশক হিসেবে কাজ করে। বায়োমেক্স এম পোকাকে অতিদ্রুত অবশ এবং শ্বাসরোধের মাধ্যমে মেরে ফেলে।

টার্গেট পোকা(Target insects):

  • বেগুনের ডগা ছিদ্রকারী পোকা (BSFB)
  • সাদামাছি (White Fly)
  • জাবপোকা (Aphid)
  • টমেটো লিফ মাইনার (Tomato leaf miner)
  • লাল মাকড় (Red Mite)
  • শিমের ফল ছিদ্রকারী পোকা (Bean Pod Borer/ Maruka)
  • ঢেঁড়সের ডগা ও ফল ছিদ্রকারী পোকা (Earias vitella)
  • জ্যাসিড ( Jassid)

টার্গেট ফসলঃ(Target crops):

বেগুণ, টমেটো,মরিচ, ঢেঁড়স, শিম, চা ইত্যাদি।

বায়োমেক্স এম এর মূল সুবিধা সমূহ

  • বায়োমেক্স এম সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি তাই মানুষ ও পরিবেশের জন্য নিরাপদ।
  • বায়োমেক্স এম এর ট্রান্সল্যামিনার কার্যকরিতা আছে যা পাতার উপরিস্তরে প্রবেশ করে শোষণকারী পোকাকে মেরে ফেলে।
  • বায়োমেক্স এম একই সাথে ফসলের বহুবিধ পোকা ও মাকড়নিয়ন্ত্রন করতে পারে। তাই আলাদাভাবে কীটনাশক ও মাকড়নাশক ব্যবহারের প্রয়োজন হয়না।
  • বায়োমেক্স এম প্রয়োগে গাছের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং গাছ সজেত রসালো হয়।
  • কীটনাশকের অবশিষ্টাংশ ৩-৪ বেশি বাকি থাকে না
  • বায়োমেক্স এম প্রয়োগের মাত্র ২-৩ দিন পর থেকেই ফসল সংগ্রহ করা যায়। ইহা ফসলের স্বাদ ও গুনগত মানে প্রভাব ফেলে না।
  • ফসলের ক্ষেতে সুষম পুষ্টি নিশ্চিত থাকলে বায়োমেক্স এম প্রয়োগে ফসলের সংগ্রহ সময় বৃদ্ধি পায়।

প্রয়োগ মাত্রাঃ (Application Rate)

১ লিটার পানিতে ১মিলিলিটার বায়োমেক্স এম মিশ্রিত করে জমির ফসলে প্রয়োগ করতে হবে।

প্রয়োগ পদ্ধতিঃ (how to apply)

  • ৫-৭দিনপরপরস্প্রে করতে হবে।
  • পাতায় স্প্রে করতে হবে।
  • পাতায় এমন ভাবে স্প্রে করতে হবে যাতে পাতার উপরিভাগে বায়োমেক্স এম এর সুষম আবরন তৈরি হয়।
  • অধিকতর কার্যকরিতার জন্য পাতার উভয়পার্শ্বে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে।
  • প্রখর সূর্যালোকে স্প্রে না করাই উচিৎ। অধিক কার্যকরিতার জন্য সকালের প্রথম ভাগে এবং সূর্যাস্তের পূর্বে প্রয়োগ করা উত্তম।

নির্দেশিকাঃ (Guidelines)

  • পাতার ও কচি ডগায় আক্রমনকারী পোকার জন্য উপযোগী।
  • প্রাথমিক পর্যায়ের লার্ভার উপর খুবই কার্যকরী, তাই পোকা দেখার সাথে সাথে বায়োমেক্স এম প্রয়োগ করতে হবে
  • ফসলের ক্ষেতে খুব বেশি পোকার আক্রমন পরিলক্ষিত হলে উচ্চমাত্রায় এবং পোকার প্রাদুর্ভাব কম হলে নিম্নমাত্রায় ব্যবহার করতে হবে
  • প্রয়োগের ৪-৬ ঘণ্টার মদ্ধে বৃষ্টি হলে পুনরায় স্প্রে করতে হবে।
নরসিংদির বেগুন ক্ষেতে বায়োমক্স এম প্রয়োগ করা হয়েছে। ফলাফল খুব আশাব্যঞ্জক ছিল এবং নরম দেহের পোকামাকড়ের বিরুদ্ধে ৯০% এরও বেশি নিয়ন্ত্রণ অর্জন করেছিল।  
বায়োম্যাক্স এম চা এর জন্য ক্ষতিকর লাল মাকড়সার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। বায়োম্যাক্স এম প্রয়োগ করে ৯৫% এরও বেশি লাল মাকড়সা  নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। 
প্রোয়োগের আগে
প্রোয়োগের পর।
আমাদের সাথে থাকুন, ফোন করুন: +৮৮০ ১৭৮৫-৫৪০০১৬