Russell IPM BD

ফাইটোক্লিন পটাশিয়ামসল্ট অফ ফ্যাটি এসিড এর সহযোগে প্রস্তুতকৃত একটি হর্টিকালচারাল সোপ যা গাছেউপস্থিত পাতলা বহিরাবরণ যুক্ত পোকামাকড় মেরে ফেলে এবং ফল ও পাতার উপরিভাগের ধুলাবালি ও ময়লার আবরণ পরিষ্কার করতে সাহায্য করে। ফাইটোক্লিন সম্পুর্ন প্রাকৃতিক উপাদানে তৈরি একটি জৈববালাইনাশক যা উদ্ভিদ, মানুষ ও অন্যান্য প্রানির জন্য সম্পুর্ন নিরাপদ।

টার্গেটপোকা (Target insects):

  • জাবপোকা (Aphid)
  • সাদা মাছি (White fly)
  • মিলিবাগ (Mealy bug)
  • থ্রিপস (Thrips)
  • লাল মাকড় ( Red mite)
  • মাকড় (Mite)

টার্গেট ফসল (Target crops):

আম, কাঁঠাল, পেয়ারা, পেপে, টমেটো, শসা, বেগুণ, ফুলকপি, বাঁধাকপি, আনারস ইত্যাদি।

যেভাবে কাজ করে (How it works):

  • ফাইটোক্লিন পাতা ও গাছে উপস্থিত পাতলা বহিরাবরণ যুক্ত পোকামাকড় যেমন জাবপোকা, মিলিবাগ, সাদামাছি এবং থ্রিপস এর শরীরের উপরের পাতলা মোমের আবরণকে (কিউটিকল) দ্রবীভূত করে ফেলে যার ফলে পোকার শরীরের অভ্যন্তরীণ তরল পদার্থ বের হয়ে যায় ফলে পোকা পানিশূন্যতায় (Dehydration)শুকিয়ে মারা যায়।
  • পাতার উপরিভাগ পরিষ্কার করে গাছের সালোকসংশ্লেষণ ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ভুমিকা রাখে।
  • ফাইটোক্লিন সম্পুর্ন প্রাকৃতিক উপাদানে তৈরি এবং ইহা ব্যবহারের পরপরই ফসল উত্তলন করা যায়।
  • ফাইটোক্লিন সম্পুর্নরুপে পরিবেশবান্ধব ও বায়ো-ডিগ্রেডেবল, ফসলে এর কোণ অবশিষ্টাংশ থাকে না।

প্রয়োগ মাত্রা(Application Rate):

১ লিটার পানিতে ৭/১০ মিলিলিটার ফাইটোক্লিন মিশিয়ে স্প্রে করতে হবে।
আমাদের সাথে থাকুন, ফোন করুন: +৮৮০ ১৭৮৫-৫৪০০১৬