Russell IPM BD

রুসল আইপিএম ফেরোমন ভিত্তিক পর্যবেক্ষক (মনিটরিং) এবং কীটপতঙ্গ দমন (কন্ট্রোল) প্রোডাক্ট উৎপাদনে বিশ্বব্যাপী একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। রুসল আইপিএম বিশ্বব্যাপী  এযাবৎ ১৫০ টিরও অধিক ক্ষতিকর পোকার ফেরোমন ডিস্পেন্সার উৎপাদন করেছে। বিগত দুই দশকেরও অধিক সময় ধরে রুসল আইপিএম মনিটরিং এর সাথে কীটপতঙ্গ দমনের জন্য ফেরোমন ভিত্তিক দমন ব্যবস্থাপনা (কন্ট্রোল সিস্টেম): মেটিং ডিসরাপশন, লিওর এন্ড কিল এবং মাস ট্র্যাপিং উদ্ভাবন এবং বাজারজাতকরে আসছে।

ফেরোমোন কী?

ফেরোমন হল রাসায়নিক সংকেত যা কীটপতঙ্গ একে অন্যের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করে। সেক্স ফেরোমন স্ত্রী পোকা নিঃসরণ করে যা মিলনের জন্য পুরুষ পোকাকে তাদের উপস্থিতি জানায়। স্ত্রী পোকা এই রাসায়নিক সংকেত নিঃসরণ করে যা বাতাসে ভেসে পুরুষ পোকার নিকট পৌঁছায় এবং পুরুষ পোকা এই সংকেত অনুসরন করে উড়ে গিয়ে স্ত্রী পোকার নিকট পৌঁছায়  এবং পরবর্তীতে স্ত্রী পোকার সাথে মিলিত হয়।

ফেরোমন ব্যবহারের উপকারীতা সমুহঃ

  • অল্পমাত্রায় অধিক কার্যকরী
  • প্রজাতি নির্দিষ্ট
  • জৈব এবং রাসায়নিক নিয়ন্ত্রন পদ্ধতির সাথে সামঞ্জস্যপুর্ন
  • জনস্বাস্থ্য, পরিবেশ কিংবা বাস্তুসংস্থানের জন্য ক্ষতিকর নয়
  • উপকারী পোকা কিংবা পরাগায়নে সাহায্যকারী পোকাকে প্রভাবিত করেনা
  • বিষমুক্ত ফল ও শাকসবজি উৎপাদন নিশ্চিত করে
  • ইহা একটি পরিবেশ বান্ধব কীটপতঙ্গ দমন ব্যবস্থাপনা

রুসল আইপিএম এরউদ্ভাবিত কিছু সেক্স ফেরমোন লিওর:

লিওম্যাক্স (Leomax)

টার্গেট ফসলঃ বেগুণ
টার্গেট পোকাঃ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারি পোকা                        -Brinjal Shoot & Fruit Borer (Leucinodesorbonalis)
প্রয়োগ মাত্রাঃ ৪০ ট্র্যাপ/হেক্টর
বেগুনের ডগা ও ফল ছিদ্রকারি পোকা

কিউলিওর ব্যাক (Qlure BAC)

টার্গেট ফসলঃ সকল লাউ জাতীয় (Cucurbit) সবজি।
টার্গেট পোকাঃ মাছি পোকা (Bactroceracucurbitae)।
প্রয়োগ মাত্রাঃ ৪০ ট্র্যাপ/হেক্টর।
মাছি পোকা

এক্সলিওর এমই (Xlure ME)

টার্গেট ফসলঃ আম, পেয়ারা, লিচু, কমলা, লেবু, কুল ইত্যাদি।
টার্গেট পোকাঃ ফলের মাছি পোক (Bactroceradorsalis)।
প্রয়োগ মাত্রাঃ ৪০ ট্র্যাপ/হেক্টর।
ফলের মাছি পোকা

টুটা লিওর (Tutaabsoluta lure)

টার্গেট ফসলঃ টমেটো।
টার্গেট পোকাঃ টমেটো লিফ মাইনা (Tutaabsoluta)।
প্রয়োগ মাত্রাঃ ২-৩ ট্র্যাপ/হেক্টর।
টমেটো লিফ মাইনা

এক্সলিওর এসপিএল (Xlure SPL)

টার্গেট ফসলঃ ফুলকপি, আলু, ঢেঁড়স, তামাক, তুলা ইত্যাদি।
টার্গেট পোকাঃ Spodoptera litura
প্রয়োগ মাত্রাঃ ২-৩ ট্র্যাপ/হেক্টর
স্পডপটেরা লিটুরা

এক্সলিওরএফ এফডাব্লিউ (Xlure FAW)

টার্গেট ফসলঃ ভুট্টা
টার্গেট পোকাঃ ফল আর্মি ওয়ার্ম (Spodopterafrugiperda)
প্রয়োগ মাত্রাঃ ১-২ ট্র্যাপ/হেক্টর
ফল আর্মি ওয়ার্ম

এক্সলিওর মারুকা (Xlure Maruca)

টার্গেট ফসলঃ শিম
টার্গেট পোকাঃ শিমের ফল ছিদ্রকারী পোকা (Marucavitrata)
প্রয়োগ মাত্রাঃ ৬৫-৭০ ট্র্যাপ/হেক্টর
শিমের ফল ছিদ্রকারী পোকা

টোবাকো বিটল লিওর (Tobacco beetle Lure)

টার্গেট ফসলঃ গুদামজাত তামাক
টার্গেট পোকাঃ টোবাকো বিটল- Tobacco bettle (Lasiodermaserricorne)
প্রয়োগ মাত্রাঃ ১ ট্র্যাপ/১০ মিটার
টোবাকো বিটল
আমাদের সাথে থাকুন, ফোন করুন: +৮৮০ ১৭৮৫-৫৪০০১৬