Russell IPM BD

Call
+8801785-540016

nayem@russellipm.com

প্রাকৃতিকভাবে জন্মানো অণুজীবের একটি শক্তিশালী মিশ্রণ যাহা রোগবালাইমুক্ত মাটিতে পাওয়া যায়।এটি মাটিতে থাকা খারাপ ভাইরাস ও ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রন করে এবং গোবর ও অন্যান্য জৈবকে দ্রুত পঁচিয়ে ট্রাইকোডার্মা জৈব সারে পরিনত করে। প্রকৃতি প্রদত্ত গুনকে কাজে লাগিয়ে পোকামাকড়, নেমাটোড এবং ছত্রাকের আক্রমনের ক্ষতিকারক প্রভাব থেকে ফসলকে সুরক্ষা দেয় ও দীর্ঘ সময় টিকে থাকার সক্ষমতা যোগায়।

লাইকোম্যাক্সের উপকারিতা:

  • লাইকোম্যাক্স মাটিতে বসবাসকারী ট্রাইকোডার্মা ও অন্যান্য উপকারী অনুজীবের সংখ্যা বাড়িয়েঅনুর্বর মাটিকে দ্রুত উর্বরতা দান করে এবং ক্ষতিকর ছত্রাককে ধংস করে।
  • মাটির গঠন ও বুনট উন্নত করে পানি ধারণ ক্ষমতা বাড়ায়। পানির অপচয় রোধ করে।
  • মাটির অম্লতা, লবনাক্ততা, বিষক্রিয়া প্রভৃতি রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
  • মাটি ও ফসলের রোগবালা্ই নিয়ন্ত্রণের মাধ্যমে রাসায়নিক বালাইনাশক ব্যবহারকে নিরুৎসাহিতকরার ফলে পরিবেশের উন্নতি ঘটেএবং বিষমুক্ত খাদ্য-শস্য উৎপাদনের সম্ভাবনাকে বহুগুনে বাড়িয়ে দেয়।
  • উদ্ভিদের বিভিন্ন প্রকার মাটিবাহিত রোগ যেমন-শিকড় ও কান্ড পঁচা, পাতা ঝলসানো ও দাগপড়া রোগ দমনে বিশেষ ভূমিকা রাখে।
  • মাটির ক্ষতিকর ব্যাকটেরিয়া, নেমাটোড ও প্যারাসাইট দমনে সহায়তা করে।
  • মাটির উর্বরতা বৃদ্ধি এবং গঠন উন্নত করে। ফলে শিকড় ও মূল সহজে মাটির গভীরে প্রবেশ করে। এছাড়াও গা‌ছের শিকড় বৃ‌দ্ধি পায়, যার ফ‌লে গাছ স‌ঠিক মাত্রায় খাদ্য গ্রহন কর‌তে পারে।
  • পোকামাকড় ও রোগবালাইয়ের বিরুদ্ধে গাছের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
  • মাটিতে অবস্থানকৃত পোকামাকড়ের পিউপা ধ্বংস করে।
  • এছাড়াও ফল, ফুল ও সবজীর ছত্রাকজ‌নিত সমস্যার সমাধান করে।
  • গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানের বেশির ভাগের উপস্থিতির কারনে কমপক্ষে ৩০% রাসায়নিক সার সাশ্রয় হয়।
  •  ফসলের গুন ও মান অপরিবর্তীত রেখে প্রচলিত বালাইনাশকের তুলনায় ৭০% পর্যন্ত খরচ কমায়।

লাইকোম্যাক্স কেন বেছে নেবেন?

লাইকোম্যাক্স গাছকে পোকামাকড় ও রোগবালাইয়ের ক্ষতি থেকে বাঁচার জন্য সক্ষম করে তোলে। টমেটো ও অন্যান্য সবজিতে লাইকোম্যাক্স ব্যবহারে ফল আর্মি ওয়ার্ম, জাব পোকা, মিলিবাগ, মাকড় মুক্ত খুবই পরিষ্কার ফল পাওয়া যায় এবং একই সাথে সুনসুনী পোকা ও সাদা মাছির সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। এছাড়াও খোলা মাঠের টমেটো ও অন্যান্য সবজিতে লাইকোম্যাক্স ব্যবহারের ফলে পাউডারি মিলডিউ, শিকড় পচা ও ঝলসানো সহ ছত্রাক জনিত রোগের আক্রমনের মাত্রা অনেক কমিয়ে দেয়। মাটিস্থ খুদ্র অণুজীবের পুনঃস্থাপন, বন্ধু পোকার বৃদ্ধিসহ স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা করার জন্য লাইকোম্যাক্স খুব কার্যকর। লাইকোম্যাক্স ব্যবহার করলে ৬০-৭০% পর্যন্ত প্রচলিত কীটনাশকের ব্যবহার করতে হয়না।

সক্রিয় উপাদান (Active ingredient):

  • 2-3% Metarhizium anisopliae
  •  2-3% Trichoderma harzianum
  • 2-3% Beauveria bassiana
  • 0.5-1% Trichoderma viride
  • 90-95% Dextrose (Inert material)

প্রয়োগ (Application):

  • ১ লিটার পানিতে ৩ গ্রাম লাইকোম্যাক্স মিশ্রিত করে ব্যবহার করতে হবে (৩-৪কেজি/একর)।
  • ১ম প্রয়োগ রোপনের সময়, ২য় প্রয়োগ রোপণের ৩দিন পরে এবং ৩য় প্রয়োগ ২য় প্রয়োগের ২৫-৩০ দিন পরে।
  • সেচের পানির সাথেও প্রয়োগ করা যায়।

কোটচাঁদপুরে বেগুনের ক্ষেতে লাইকোম্যাক্স স্প্রে করার পরে দূর্বল গাছ সবল হয়ে গিয়েছিলো এবং প্রচুর নতুন ডগা এসেছিলো-

লাইকোম্যাক্স স্প্রে করার আগে

লাইকোম্যাক্স স্প্রে করার পরে

যোগাযোগ করুণ

   nayem@russellipm.com
Call   +৮৮০১৭৮৫-৫৪০০১৬
  লাইলা লজ, ১৪৭/ই, গ্রীণ রোড, ঢাকা, ১২১৫